কুমারখালীতে নিরাপদ খাদ্য নিশ্চয়তায় নিরাপদ পোল্ট্রি উৎপাদনে কর্মশালা অনুষ্ঠিত
নিরাপদ খাদ্য নিশ্চয়তায় নিরাপদ পোল্ট্রি উৎপাদনে কুষ্টিয়ার কুমারখালীতে মডেল পোল্ট্রি খামারী ও ভোক্তা কমিটির সদস্যদের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ কাউন্সিলের প্রকাশ প্রোগ্রামের সহায়তায় বীজবিস্তার ফাউন্ডেশান এ কর্মশালার আয়োজন করে।
কুষ্টিয়া জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রাণি সম্পদ দপ্তরের খুলনা বিভাগী পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম মোল্লা। বিশেষ অতিথি ছিলেন, কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. নুরে আলম সিদ্দিকী, বীজবিস্তার ফাউন্ডেশানের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম জনি।
কর্মশালার বিষয়বস্তু উপস্থাপন করেন, বীজবিস্তার ফাউন্ডেশানের প্রকল্প সমন্বয়কারী ডলি ভদ্র। মডেল পোল্ট্রি খামার বাছাই সংক্রান্ত বিষয়ে তথ্য উপস্থাপন করেন, বীজবিস্তার ফাউন্ডেশানের মনিটরিং অফিসার রবিউল আওয়াল সজল। কর্মশালায় কুমারখালী উপজেলার নন্দলালপুর ও যদুবয়রা ইউনিয়নের খামারী ও উপজেলা ভোক্তা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।