টাঙ্গাইলে ভ্রাম্যমান দুধ, ডিম এবং ব্রয়লার মুরগির মাংস বিক্রয়


দেশব্যাপী করোনা (কোভিড -১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে টাঙ্গাইল সদ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, উপজেলা ভোক্তা কমিটি এবং বীজবিস্তার ফাউনডেশন টাঙ্গাইলের উদ্যোগে টাঙ্গাইল শহরের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমানভাবে দুধ, ডিম এবং ব্রয়লার মুরগির মাংস নায্যমূল্যে শনিবার (১০ এপ্রিল) থেকে বিক্রয় শুরু হয়েছে।মানুষের মধ্যে নায্যমূল্যে ডিম, দুধ এবং মাংস বিক্রয় ভোক্তাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ আবু সাঈম আল সালাউদ্দিন এবং সদর উপজেলা ভোক্তা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম ও বীজবিস্তার ফাউনডেশানের ফিল্ড কো-অর্ডিনেটর রবিউল ইসলাম।

ভেটেরিনারি সার্জন বলেন, করোনা মোকাবেলায় বেশি করে ডিম, দুধ ও ব্রয়লারের মাংস খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং করোনাভাইরাসের আক্রান্তের ঝুঁকি কমাবে। স্থানীয়ভাবে খামারিদের কাছ থেকে ডিম, মুরগি ও দুধ সংগ্রহ করে বিক্রয় করা হচ্ছে। এর ফলে করোনার এই সময়ে খামারীররাও উপকৃত হচ্ছে। প্রত্যেক ক্রেতাদের মাঝে বীজবিস্তার ফাউনডেশানের পক্ষ থেকে করোনায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। 


Click Here To Print



Comments Must Be Less Than 5000 Charachter